সালমানের বাড়ি ঘিরে আছে ভক্ত অনুরাগী, পুলিশের লাঠি চার্জ

dc9kwr3h copyসুখে-দুঃখে আর বিপদ-আপদে যারা পাশে থাকে তারাইতো সবচেয়ে কাছের সবচেয়ে প্রানের মানুষ! এটা সত্যি হলে বলিউড অভিনেতা সালমানের সবচেয়ে প্রানের মানুষ তার ভক্ত অনুরাগীদেরই বলা যায়। কারণ সালমানের বিরুদ্ধে ‘হিট এন্ড রান’ মামলার রায়ের পর হাজার হাজার ভক্ত অনুরাগীরা তার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট প্রায় ঘিরেই রেখেছেন বলা যায়!

জানা গেছে,গত ৬ মে মুম্বাইয়ের একটি স্থানীয় আদালত ২০০২ সালে গাড়ি চাপায় একজনকে হত্যার দায়ে সালমান খানের ৫ বছরের কারাদণ্ড দেয়। প্রিয় অভিনেতার উপর আদালতের এই খড়গে সালামনের ভক্ত অনুরাগীরা স্তম্ভিত! সালমানের এমন সাজা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ফলে কারো কোনো কথা না শুনে তার বাড়ির সামনে এসে অবস্থান নিয়েছেন হাজরো ভক্ত।

নাম না জানা এক পুলিশ জানিয়েছে, সালমানের মুম্বাইয়ের বাড়িতে এখন পর্যন্ত হাজারো মানুষের ভীড়। তার ভক্ত অনুরাগীরা বাড়ির চারপাশ ঘিরে রেখেছেন। তাদের উপস্থিতি সামলাতে পুলিশকে থেমে থেমেই সামান্য লাঠিও চালাতে হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.