নিউইয়র্কে প্রবাসীদের সুযোগ-সুবিধা শীর্ষক সেমিনার

বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং বাংলাবাজার এলাকায় মামুন’স টিউটোরিয়ালে ২৭ জানুয়ারি রোববার সন্ধ্যায় প্রবাসীদের নানাবিধ সুযোগ সুবিধা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

হিউম্যান সাপোর্ট কর্পোরেশন ও বাংলাদেশি-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ’র সভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো. সোলায়মান আলীর পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হারুনুজ্জামান ভূঁইয়া ও কমিউনিটি বোর্ড ৭ এর চেয়ারপার্সন এডালিনা ওয়াকার সান্তিয়াগো।

সেমিনারে অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন লেহম্যান কলেজের প্রভাষক কম্পিউটার ইঞ্জিনিয়ার সাফিউল রনি, নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কনজ্যুমার এফেয়ার্সের সিনিয়র সহকারী তানজিলা রহমান, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল ও মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, রিয়েল এস্টেট ব্রোকার, ট্যাক্স-ইমিগ্রেশন ও মাল্টিসার্ভিস প্রভাইডার মো. সোলায়মান আলী এবং সিপিএ রহমান।

মূলআলোচক ফোরডহাম ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জাকিরুল আলম ভূঁইয়া আধুনিক শিক্ষাগ্রহণ ও ইমিগ্রেশন সুবিধা নিয়ে আলোচনা করেন।

উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকবৃন্দ বলেন, ক্রমবর্ধমান ব্রঙ্কস কমিউনিটির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সেমিনারটির আয়োজন করা হয়।

সেমিনারে কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশি-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ’র সহসভাপতি রফিকুল ইসলাম ও কফিল চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সাধারণ সম্পাদক তপন কুমার সেন, নর্থ বেঙ্গল সোসাইটির সহ সভাপতি আবু পাশা, লেখক প্রদীপ কুমার মালাকার, জীবন কৃষ্ণ মন্ডল,আ. মুহিত প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.