আদি পৃথিবীর সংঘর্ষ

4a4ef1bf8a0d1d6c9fbd49d0541d97cf-earthyপৃথিবী সৃষ্টির প্রথম পর্যায়ে গ্রহটির সঙ্গে বুধের মতো আরেকটি গ্রহের সংঘর্ষ হয়েছিল। আর শত শত কোটি বছর আগের ওই মহাজাগতিক ঘটনা পৃথিবীতে প্রাণীর বসবাসের উপযোগী পরিবেশ তৈরিতে সহায়তা করেছিল। ভূ-ত্বক এবং আবরণ নিয়ে গবেষণার ভিত্তিতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এমনটাই দাবি করছেন। তাঁদের গবেষণা প্রতিবেদন নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, সম্ভবত সুদূর অতীতে বড় ধরনের কোনো সংঘর্ষের প্রভাবে পৃথিবীর গভীরে তাপ সৃষ্টি হয়েছিল। আর সেই তাপের কারণেই গলিত লোহাপ্রবাহ পৃথিবীর কেন্দ্রের দিকে গিয়েছিল। এতে চৌম্বক বর্ম তৈরি হয়, যা পৃথিবীকে মারাত্মক মহাজাগতিক তেজস্ক্রিয় নির্গমন থেকে সুরক্ষিত রাখে। সম্ভবত বুধের মতো কোনো গ্রহের সঙ্গে আদি পৃথিবীর ওই সংঘর্ষ হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.