এভিয়েশন নিউজ : বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন গাছুয়া গ্রামের মোয়াক্কের আহমেদ চৌধুরী। তিনি মিনহাজ উদ্দিন চৌধুরী ও আয়েশা বেগমের পুত্র। কাতারের দোহাতে ইস্টার্ণ এক্সচেঞ্জ নামে একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে চাকরীর পাশাপাশি মোয়াক্কের সেখানে ব্যবসাও করছেন।
মোয়াক্কের আহমেদ চৌধুরী ২০০৬ সলে গাছুয়া একে একাডেমী থেকে এসএসসি পাস করেন। এরপর ২০০৮ সালে মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাস করে চট্টগ্রামের হাজি মোহাম্মদ মহসিন কলেজে ভর্তি হন। সেখান থেকে ২০১২ সালে বিএসসি ডিগ্রি অর্জন করে বিদেশে পাড়ি জমান। মেধাবী এই যুবকের বাবা মিনহাজ উদ্দিন চৌধুরীও সাবেক একজন রেমিটেন্স যোদ্ধা।
মোয়াক্কেরের স্ত্রী হুমায়রাতুল জান্নাত পেশায় একজন ডাক্তার। বর্তমানে মোয়াক্কের কাতারে অবস্থিত আল মুয়াজাহা ট্রেডিং কন্ট্রাক্টিং এন্ড সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। তারা ৩ ভাই ২ বোন। তার গ্রামের বাড়ি সন্দ্বীপের গাছুয়া চৌধুরী বাড়ি।
উল্লেখ্য সরকার ২০২২-২৩ অর্থ বছরে ২০২৪ সালের জন্য ৩ ক্যাটাগরিতে ৫৬ জন প্রবাসীকে সিআইপি নির্বাচিত করেছে। এরমধ্যে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে ২ জন সিআইপি হয়েছেন। এছাড়া বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে ৪৫ জন সিআইপি হয়েছে। এই ৪৫ জনের মধ্যে সন্দ্বীপের মোয়াক্কের রয়েছেন।
এছাড়া বিদেশে বাংলাদেশী পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে ৯জনসহ মোট ৫৬জনকে সিআইপি নির্বাচিত করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় গত বছর ১৭ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।