ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক হীন উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলায় চার্জ গঠনের প্রতিবাদে দেশ ব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল সোমবার দেশের সকল জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি জানানো হয়েছে।
বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান বলেন, তামাশার নির্বাচনের মাধ্যমে গঠিত এই অবৈধ সরকার পুরোটাই মানসিক ভারসাম্য হীন হয়ে হিতাহীত জ্ঞান ভূলে গিয়েছে। তা না হলে দেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বিএনপির মত একটি বৃহত ও জনপ্রিয় রাজনৈতিক দলের চেয়ারপারসনকে কি ভাবে গাড়ি পোড়ানোর মত ঠুনকো মামলায় জড়িয়ে চার্জ গঠন করা হয়।
নেতৃদ্বয় অবৈধ সরকারের অর্বাচীন ব্যক্তিদের হুশিয়ার করে দিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র ছাত্রদলের নেতা-কর্মীরা রুখে দিবে এবং এই ঘৃন্য ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙ্গে ফেলবে।