নতজানু পররাষ্ট্র নীতির কারণে মিয়ানমারও স্পর্ধা দেখাচ্ছে: রিজভী

নতজানু পররাষ্ট্র নীতির কারণে মিয়ানমারও স্পর্ধা দেখাচ্ছে: রিজভী।

সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে রোহিঙ্গা সংকট সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

 ১৬ ফেব্রুয়ারি, শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

 সরকারের ব্যর্থতার কারণেই মিয়ানমার বার বার আমাদের ভূমির দিকে হাত বাড়াতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণে মিয়ানমারও বাংলাদেশকে নিয়ে দুঃসাহস দেখাতে স্পর্ধা দেখাচ্ছে। বারবার মিয়ানমার সরকারিভাবে তাদের ওয়েবসাইটে সে দেশের মানচিত্রে সেন্টমার্টিন দ্বীপকে নিজের অংশ হিসেবে দেখাচ্ছে।

সে দেশের আরাকান রাজ্যের ১০ লাখের বেশি রোহিঙ্গা অধিবাসীকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। এ নিয়ে সরকার কিছু করতে চরমভাবে বাধ্য হয়েছে। শুধু দূতকে ডেকে নিয়ে প্রতিবাদ করলেই সব শেষ হয়ে যায় না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.