জাতীয় সংসদের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।রোববার রাত সাড়ে ৮টার কিছু সময় পর সংসদের ওয়েবসাইটে (www.parliament.gov.bd) ঢোকার পর দেখা যায়, ‘পাক সাইবার পাইরেটস’ নামে একটি গ্রুপ এটি হ্যাক করেছে।
বাংলাদেশের সংসদ সদস্যদের ‘সালাম’ জানিয়ে সেখানে লেখা ছিল, ‘বাংলাদেশের হ্যাকাররা পাকিস্তানের সাইবার স্পেসে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। আমরা তাদের সতর্ক করলেও তারা একই কাজ অব্যাহত রেখেছে।’
বাংলাদেশি হ্যাকারদের তৎপরতা বন্ধ করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানায় হ্যাকাররা। তা না হলে ভবিষ্যতে বাংলাদেশের সাইবার স্পেসেও এই ধরনের হামলা চলবে বলে হুমকি দেওয়া হয়।
তবে রাত পৌনে ৯টার দিকে সংসদের ওয়েবসাইটটি সচল দেখা যায়।