রাজধানীতে তীব্র ভূমিকম্প অনুভূত

earthরাজধানীসহ সারা দেশে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টা বেজে ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজকের ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছেই।

৭.২ মাত্রার এই ভূমিকম্প নেপাল তো বটেই, গোটা বাংলাদেশ ও ভারতে অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, রাজধানী নয়া দিল্লি ও বিহারসহ গোটা উত্তর ভারতই প্রকম্পিত হয়েছে আজকের ভূমিকম্পে।

এছাড়া, ভূমিকম্পটির উৎসস্থল নিয়েও বিতর্ক রয়েছে বলেও জানায় ভারতীয় সংবাদমাধ্যমটি। ভূমিকম্পের উৎসস্থল সম্পর্কে বিভিন্ন মাধ্যম বিভিন্ন রকম তথ্য দিচ্ছে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.