পাক-ভারত উত্তেজনায় বিপাকে থাই এয়ারওয়েজ

পাক-ভারত উত্তেজনায় বিপাকে থাই এয়ারওয়েজ।

থাই এয়ারওয়েজ ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, যুক্তরাজ্য, ইটালি ও অস্ট্রিয়ার বিভিন্ন শহরের বিমানবন্দরে ফ্লাইট বাতিল করেছে থাই এয়ারওয়েজ।

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার জেরে ইউরোপমুখী সব ফ্লাইট বাতিল করা হয়।
বুধবার এয়ারলাইন্সটির ওই সিদ্ধান্তের কারণে শত শত ইউরোপিয়ান আটকা পড়েছেন থাইল্যান্ডে। তবে কবে নাগাদ ফ্লাইট চালু হবে সে বিষয়েও কিছু বলা হয়নি।
সাধারণত ১৩ ঘণ্টার এ ফ্লাইটগুলো ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশসীমা অতিক্রম করে পাকিস্তানের ওপর দিয়ে মধ্য এশিয়া হয়ে ইউরোপে যায়।
কিন্তু ‘রুট এরিয়া’ ভারত-পাকিস্তান সীমান্তে সংঘাতের কারণে ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হওয়ায় থাই এয়ারওয়েজ তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
সাধারণত ১৩ ঘণ্টার এ ফ্লাইটগুলো ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশসীমা অতিক্রম করে পাকিস্তানের ওপর দিয়ে মধ্য এশিয়া হয়ে ইউরোপে যায়।
তবে ‘রুট এরিয়া’ ভারত-পাকিস্তান সীমান্তে সংঘাতের কারণে ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হওয়ায় থাই এয়ারওয়েজ তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
এ বিষয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত এয়ারলাইন্সটির প্রেসিডেন্ট সুমেথ দামরংচৈতম জানিয়েছেন, ইউরোপ রুটের ফ্লাইটগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
ভারত-পাকিস্তানের সীমান্তে টানটান উত্তেজনা থাই এয়ারওয়েজকে ভোগাচ্ছে। লন্ডন ও ফ্রাংকফুর্টসহ কয়েকটি শহরের ফ্লাইট ব্যাংককে ফেরতও আনা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.