পদত্যাগের সিদ্ধান্ত নিলেন জেট এয়ারওয়েজের চেয়ারম্যান!

পদত্যাগের সিদ্ধান্ত নিলেন জেট এয়ারওয়েজের চেয়ারম্যান!

জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নরেশ গয়াল সংস্থার বোর্ড থেকে পদত্যাগ করতে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দিতে রাজি হয়েছেন। গয়ালের ঘনিষ্ঠ সূত্রের খবর, সংস্থায় তাঁর শেয়ারের পরিমাণ ৫১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে আসার পরই তিনি না কি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এমনটাও জানা গিয়েছে, তিনি নিজের ছেলে নিবানকে তাঁর জায়গায় বসাতে চান। গয়ালের এই সিদ্ধান্তের কথা জানা যায় গত বৃহস্পতিবার জেট এয়ারওয়েজের শীর্ষ ঋণদাতা, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং এতিহাদ এয়ারওয়েজ (সংস্থায় যাদের অংশীদারিত্ব ২৪ শতাংশ)-এর সঙ্গে গয়ালের একটি বৈঠকের পর। ওই বৈঠকে সব পক্ষই সংস্থার নতুন শেয়ার ইস্যু করার আগে শেয়ারহোল্ডারদের সেটলমেন্টের উপর জোর দেওয়ার বিষয়ে সহমত পোষণ করে। সংস্থার ঘুরে দাঁড়ানোর জন্য নতুন করে শেয়ার ইস্যু করাও অত্যন্ত প্রয়োজন বলে আগেই দাবি করা হয়েছিল। কিন্তু এর আগে উভয় পক্ষের মধ্য ই-মেল চালাচালির পরেও কোনো সমাধান মিলছিল না।

দীর্ঘদিন ধরেই ঋণের বোঝা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে জেট। কর্মীদের বেতন নিয়ে সমস্যার জেরে চলেছে ধর্মঘটও। তবে ঘুরে দাঁড়ানোর জন্য অর্থের প্রয়োজন, তার সংস্থান না-হওয়ার কারণেও ক্রমশই হতাশা গ্রাস করছিল সংস্থাকে। জেটের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে ঘুরে দাঁড়াতে হলে প্রায় ৮,৫০০ কোটি টাকার প্রয়োজন। যা আসতে পারে ইক্যুইটি ছাড়া, ঋণ পুনর্গঠন এবং বিক্রয়, বিক্রয় এবং লিজব্যাক বা বিমানের পুনঃঅর্থনৈতিক সংস্থান-সহ অন্যান্য ব্যবস্থার মাধ্যমে।

উল্লেখ্য, সম্প্রতি ব্যাঙ্ক ও শেয়ারহোল্ডাররা সংস্থার পুনরুজ্জীবনে ৪,০০০ কোটি টাকার নতুন শেয়ার (ইক্যুইটি) ছাড়ার প্রস্তাবে সম্মত হয়। বুধবারের সভায় এই প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫,০০০ কোটি টাকায় উন্নীত করা হয় বলে জানা গিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.