সচিব কমিটির সুপারিশ, সর্বোচ্চ বেতন ৭৫ হাজার, সর্বনিম্ন ৮ হাজার২৫০ টাকা

images_80388ঢাকা : সর্বোচ্চ মূল বেতন ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা করার সুপারিশ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতনের বিষয়ে পর্যালোচনা কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০ টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নেতৃত্বাধীন কমিটি সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ প্রতিবেদন জমা দেন।

পরে দুপুরের দিকে মন্ত্রিসভা সংক্রান্ত ছয় কমিটির সভা শেষে অর্থমন্ত্রী প্রতিবেদনের এ তথ্য সাংবাদিকদের জানান।

অর্থমন্ত্রী জানান, পর্যালোচনা কমিটি ২০টি গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করেছে।

ড. ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পে-কমিশন ১৬টি গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করেছিল। ওই কমিশন সর্বোচ্চ মূল বেতন ৮০ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা করার প্রস্তাব করেছিল।

আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.