বগুড়ায় বিএনপির দুই নেতা বহিষ্কার

বগুড়ায় উপজেলা নির্বাচনে অংশ নেয়া ও সহযোগিতা করাকে কেন্দ্র করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে শিবগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাজুল ইসলামকে ও চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করায় মীর শাহে আলমকে বহিষ্কার করা হয়েছে বলে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

এ প্রসঙ্গে মীর শাহে আলম জানান, তিনি বহিষ্কারের কথা শুনেছেন তবে কেন্দ্রের কোনো চিঠি পাননি।একই মন্তব্য করেছেন, তাজুল ইসলাম।

অভিযোগে জানা গেছে, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম নির্বাচনে অংশ না নিলেও তিনি জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ রিজুর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। সম্প্রতি এ সংক্রান্ত সভাও করেছেন। যার একটি ভিডিও ক্লিপ কেন্দ্রীয় বিএনপির কাছে পাঠানো হয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়।

এছাড়া সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শিবগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাকেও বহিষ্কার করা হয়েছে।

তবে শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের সভানেত্রী বিউটি বেগম ও সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আকতারসহ অন্যদের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি।

এর আগে সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করায় বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপি থেকে সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া শুক্রবার মীর শাহে আলম ও তাজুল ইসলামকে বহিষ্কার করা হয়।

তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয়া অন্য নেতাদের তালিকা তৈরি করে পাঠানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.