এবার প্রতিরক্ষামন্ত্রীকে কামানে উড়িয়ে দিলেন কিম জং উন

KOREA_bg_13_233276843ঢাকা: অাপন ফুফা এবং ডজনখানেক উচ্চ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তাকে হত্যার পর এবার বিমান বিধ্বংসী কামানের গোলায় নিজের প্রতিরক্ষামন্ত্রীকে উড়িয়ে দিলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন।

প্রতিরক্ষা মন্ত্রী হিউ ইয়ং চোলের বিরুদ্ধে অভিযোগ, সর্বোচ্চ নেতা কিম জং উনের এক অনুষ্ঠানে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করে দেশটির সংবাদমাধ্যম।

স্বল্প পরিচিত একজন জেনারেল থেকে ২০১২ সালে ভাইস মার্শাল হিসেবে পদোন্নতি লাভের পর প্রচারের আলোয় আসেন হিউ ইয়ং চোল।

পিতার মৃত্যুর পর ২০১১ সালে ক্ষমতায় আসেন কিম জং উন। ক্ষমতায় বসার পর থেকেই তুচ্ছ অভিযোগে একের পর এক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করে চলেছেন তিনি। যার সর্বশেষ সংযোজন প্রতিরক্ষামন্ত্রী হিউ ইয়ং চোল। কিছুদিন আগে ১৫ জন শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার আদেশে। এর আগে নিজের আপন ফুফাকেও হত্যা করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.