বাংলাদেশি দুই কিশোরকে ফেরত দিল ভারত

দুই বছর কারাভোগের পর ভারতে পাচার হওয়া বাংলাদেশি দুই কিশোরকে ফেরত দিয়েছে ভারত। বেনাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার রাতে বাংলাদেশে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

দুই কিশোর হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মনিখালী গ্রামের কিরণ মণ্ডলের ছেলে সুজয় মণ্ডল (১৫) ও চানখালী গ্রামের বিমলের ছেলে মিলন (১৬)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল বাশার জানান, অভাব-অনটনের কারণে গত আড়াই বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে বেনাপোল সীমান্তপথে ওই দুই কিশোর ভারতে যায়। কলকাতা পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শহর থেকে তাদের আটক করে।

ওসি জানান, সাজার মেয়াদ শেষে সেখান থেকে ধ্রব আশ্রম নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে এদের দেশে ফেরত আনা হয়।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর অফিসের আইনজীবী নাসিমা আক্তার বলেন, পাচারের শিকার কিশোরদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তাহলে তাদের আইনি সহায়তা দেয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.