বিমান বহরে যুক্ত হচ্ছে আরও ২ উড়োজাহাজ।
দীর্ঘমেয়াদী লিজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরও দুটি উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে। আগামী এপ্রিল থেকে বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই দুটি উড়োজাহাজ সরকারি এই বিমান সংস্থাটিতে যুক্ত হওয়ার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, যাত্রী পরিবহনের সুবিধার্থে আগামী এপ্রিল থেকে দুটি উড়োজাহাজ আমাদের বহরে যুক্ত হচ্ছে। এছাড়া আগামী মে মাস থেকে চীনের গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। এজন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বর ও জানুয়ারিতে বাংলাদেশ বিমানে যুক্ত হয় দুটি ড্রিমলাইনার। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬-তে।