যুক্তরাষ্ট্রের হাওয়াইতে পানির দামে বিমান ভ্রমণ!

যুক্তরাষ্ট্রের হাওয়াইতে পানির দামে বিমান ভ্রমণ!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অনেকদিক দিয়েই স্বর্গ! এবার জলের দামে বিমান ভ্রমণের সুযোগ পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। পর্যটকরাও লুফে নিচ্ছেন এই সুযোগ। সাউথওয়েস্ট এয়ারলাইনস বিশাল ছাড়ে হাওয়াইগামী ফ্লাইট চালু করছে। এই সংস্থার উড়োজাহাজে চড়ে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ও স্যান হোজে থেকে হাওয়াইয়ের হনোলুলু ও কাহুলুইয়ে যাওয়ার ওয়ান-ওয়ে ভাড়া মাত্র ৪৯ মার্কিন ডলার।

আগামী ১৭ মার্চ থেকে হাওয়াইতে বিশেষ ছাড়ে যাত্রীসেবা দেবে সাউথওয়েস্ট এয়ারলাইনস। নতুন ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার (৫ মার্চ)। আগামী ১৯ জুনের মধ্যে বিশেষ ছাড়ে ভ্রমণ সম্পন্ন করতে হবে যাত্রীদের।

আন্তঃদ্বীপ রুটেও ফ্লাইট চালু করতে যাচ্ছে সাউথইস্ট এয়ারলাইনস। আগামী ২৮ এপ্রিল হনোলুলু ও কাহুলুইয়ে এটি প্রথম যাত্রা করবে। এই রুটের টিকিটের মূল্য ওয়ান-ওয়ে ২৯ মার্কিন ডলার।

সাউথওয়েস্ট এয়ারলাইনস জানিয়েছে, বিশেষ ছাড়ের টিকিট দিয়ে শুধু সপ্তাহের নির্দিষ্ট দিন ভ্রমণ করা যাবে। ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো ও সাক্রেমেন্টোতে তাদের যাত্রীসেবা আগামী সপ্তাহে আসবে। হাওয়াইয়ের লিহুয়ে ও কোয়াই থেকে চালু হতে যাওয়া ফ্লাইটের ঘোষণাও দেওয়া হবে শিগগিরই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.