নতুন অফার নিয়ে এলো গো এয়ার

নতুন অফার নিয়ে এলো গো এয়ার।

যাত্রীদের জন্য নতুন অফার নিয়ে এলো ভারতীয় বিমানসংস্থা গো এয়ার। দেশের মধ্যে এবং দেশের বাইরে দু’ধরনের যাত্রার ক্ষেত্রেই টিকেটের দাম কমাল এই বিমান সংস্থা। চলতি বছরের ১১ অক্টোবরের মধ্যে এই বিমানে করে করে কোথাও ভ্রমণ করলেই এই সুবিধা পাওয়া যাবে।

তবে টিকেট কাটতে হবে সোমবার অর্থাৎ ১১ মার্চের মধ্যেই। বেসামরিক পরিবহণের ক্ষেত্রে গো এয়ার এমনিতেই কম খরচের জন্য জনপ্রিয়। এই সংস্থায় যাতায়াতের জন্য যাত্রীদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যায়।
নতুন অফারে গো এয়ারের ক্ষেত্রে সবচেয়ে কম টাকায় যাত্রা করা যাবে নাগপুর থেকে বেঙ্গালুরু পর্যন্ত। টিকেটের দাম শুরু হবে ১ হাজার ১০০ রুপি থেকে। তবে এই অফার পেতে যাত্রা করতে হবে এপ্রিল মাসের প্রথম ১৪ দিনের মধ্যে।

মুম্বাই থেকে বেঙ্গালুরু টিকিটের দাম শুরু হবে ১৭৯৯ রুপি থেকে। এরই মধ্যে অফারের ঘোষণা দিয়েছে বিমান সংস্থা ভিস্তারাও। আগামী মাসের তিন তারিখ থেকে ডিব্রুগড় এবং বেঙ্গালুরুর মধ্যে সরাসরি বিমান চালাবে এই সংস্থা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.