মুন্সীগঞ্জ : পদ্মা সেতুর মূল কাজ শুরুর আগেই ডলারের মূল্য বৃদ্ধির দোহাই দিয়ে দফায় দফায় সেতু নির্মানের ব্যয় ভার বাড়ার ঘোষণা দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মুন্সীগঞ্জে গিয়ে তৃতীয় দফায় পদ্মা সেতুর নির্মান কাজে ২৩ দশমিক ৫ ভাগ ব্যয় বাড়বে ।
মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে শুক্রবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।