নেপালে নিখোঁজ মার্কিন সামরিক হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে নেপালি সেনাবাহিনী।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ সরবরাহের কাজে নিয়োজিত অবস্থায় গত সপ্তাহে চীন সীমান্তের কাছ থেকে ছয়জন মার্কিন ও দু’জন নেপালিসহ মোট আট সেনাসহ নিখোঁজ হয় হেলিকপ্টারটি।
ধ্বংসাবশেষের কাছাকাছি তিনটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।
নেপালের স্থানীয় দৈনিক নেপাল টাইমসের সম্পাদল কুন্দ দীক্ষিত জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ৫৬ কিলোমিটার দূরে কালিনচক গ্রামের কাছে একটি পাহাড়ের ওপর সমতল থেকে প্রায় ১১ হাজার ১০০ ফুট উঁচুতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিলের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সামলে ওঠার কাজও শুরু হওয়ার আগে ফের গত মঙ্গলাবার একটি শক্তিশালী ভূমিকম্পের শিকার হয় নেপাল। ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা ১১০ এবং প্রথম ভূমিকম্পটিতে নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে।