ঢাকা : সম্প্রতি নেপালে হারিয়ে যাওয়া একটি ইউএইচ-ওয়ানওয়াই হেলিকপ্টার খুঁজে বের করার কাজে সহায়তা করার অংশ হিসেবে পি-এইটএ নামে বিমানটি বাংলাদেশে অবতরণ করে।
মার্কিন দূতাবাসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি শনিবার এ কথা জানিয়েছে। তবে কবে, কখন, কোথায় মার্কিন বিমানটি অবতরণ করে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
ইউএনবি জানিয়েছে, হারিয়ে যাওয়া হেলিকপ্টারটি খুঁজে পাওয়ায় ওই উদ্ধারকারী বিমানের সহায়তা প্রয়োজন হয়নি। বিমানটি বাংলাদেশ ছেড়ে চলে গেছে।
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে উদ্ধার অভিযানকালে আমেরিকার ইউএইচ-ওয়ানওয়াই হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছিল।