ভূমিকম্প বিধ্বস্ত নেপালের পার্বত্য অঞ্চলে ত্রাণ সরবরাহ করতে গিয়ে বিধ্বস্ত মার্কিন সামরিক হেলিকপ্টারটিতে থাকা আট সেনার লাশ উদ্ধার করা হয়েছে।
নেপালী সেনাবাহিনী শনিবার তাদের লাশ উদ্ধারের দাবি করেছে। এর আগে, তিন দিনের উদ্ধার অভিযান শেষে শুক্রবার চীন সীমান্তের পার্বত্য অঞ্চলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পায় নেপালী সেনাবাহিনী।
গত মঙ্গলবার ত্রাণ সরবরাহ করতে গিয়ে চারিকোট শহর থেকে ৮ কিলোমিটার দূরের গভীর জঙ্গলে নিখোঁজ হয় মার্কিন সামরিক হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে ছয় মার্কিন মেরিন সেনা ও দুইজন নেপালী সেনা সদস্য ছিলেন। নেপালের সেনাবাহিনীর মুখপাত্র জগদিশ পোখারেল বলেছেন, খুব শিগগিরই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ রাজধানী কাঠমান্ডুতে আনা হবে।