সংবাদ সম্মেলনে আসছেন রওশন এরশাদ

roushonবাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, মানবপাচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ রাষ্ট্রপরিচালনায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ।

রোববার বিকেলে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে তিনি ৫ জানুয়ারি সংসদের মিডিয়া সেন্টারে সর্বশেষ সংবাদ সম্মেলন করেছিলেন। তারপর দেশের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে বিবৃতি দিলেও সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হননি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম গণমাধ্যমকে বলেন, “ম্যাডাম (রওশন এরশাদ) দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন। মানবপাচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ রাষ্ট্রপরিচালনায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরা হবে।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.