মার্কিন যুক্তরাষ্ট্রের নেভির একটি হেলিকপ্টার পি৮এ ক্রু ও ম্যানটেন্যান্স স্টাফসহ ঢাকায় অবতরণ করেছিল। নেপালে ভূমিকম্পে ত্রাণ কাজ পরিচালনাকালে মার্কিন মেরিনের হেলিকপ্টার ইউএইচ-১ওয়াই নীচে পড়ে নিখোঁজ হলে তার অনুসন্ধানে নেভির পি৮এ হেলিকপ্টার পাঠানো হয়। ঢাকায় মার্কিন দূতাবাস শনিবার জানিয়েছে যে, পি৮এ হেলিকপ্টার ও তার লোকবলসহ ঢাকা ত্যাগ করেছে। কারণ, নিখোঁজ হেলিকপ্টারের সন্ধান পাওয়া যাওয়ায় নেভির পি৮এ হেলিকপ্টারের কোনও প্রয়োজন নেই।
আরও খবর