ঢাকা: সচিবালয়ের ৫ নম্বর ফটকের সামনে রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেকের সোয়ান গার্মেন্টের পাঁচ শতাধিক শ্রমিক বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবস্থান নিয়েছে।
রোববার দুপুর ১২টা ২০ মিনিটে সচিবালয়ের ৫ নম্বর ফটকের সামনে তারা অবস্থান নেয়। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এরপর শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে সচিবালয়ভিমুখে রওনা করলে পুলিশ তাদের সচিবালয়ের ৫ নম্বর ফটকের সামনে আটকে দেয়। সেখানেই তারা অবস্থান নেয়।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক জনি তালুকদারের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক শ্রমিক।
জনি তালুকদার জানান, শ্রমিকদের চার মাসের বেতন বকেয়া রেখে কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করেই গত ১০ এপ্রিল কারখানা বন্ধ করে দেয় মালিক পক্ষ। এ বিষয়ে বিজিএমইএ’র কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তিনি।