আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক গাড়িবোমা বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন।
রোববার ন্যাটো সেনাদের লক্ষ করে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশের মুখপাত্র এবাদুল্লাহ করিমি জানিয়েছেন, কাবুলের প্রধান বিমানবন্দর থেকে কাছাকাছি ন্যাটোর একটি ঘাঁটিতে যাওয়ার সময় বিদেশি সেনাদের একটি বহরের মধ্যে এক আত্মঘাতী হামলাকারী টয়োটা করোলা গাড়ি নিয়ে বিস্ফোরণ ঘটায়।
তাৎক্ষিণভাবে কোনো পক্ষ হামলা দায় স্বীকার করেনি।