ঢাকা: বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ কমিশনের ৪র্থ বৈঠক আজ রোববার মালয়েশিয়ার সাবাহ কোটা কিনাবালুতে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মালয়েশিয়া দলের নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রী দাতো সেরি আনিফা আমান।
বৈঠকে, মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন,পর্যটন,সংস্কৃতি,শিক্ষা,কৃষি এবং বিঞ্জান ও প্রযুক্তিসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এই বৈঠকের আগে গতকাল শনিবার উভয় দেশের উর্দ্ধতন সরকারি কর্মকর্তারা বৈঠকে বসেন। ওই বৈঠকে অতিরিক্ত পররাষ্ট্র সচিব নেতৃত্ব দেন।
আন্তরিক ও হৃদ্যতাপূর্ন পরিবেশে অনুষ্ঠিত বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ কমিশনের বৈঠকে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে উভয় নেতা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের নেতৃত্বসহ উভয় দেশের কর্মকর্তাদের নিয়মিত সফর নেতৃবর্গ ও কর্মকর্তাদের পরস্পরের যোগাযোগের পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক ও উন্নয়নের নেপথ্যে চালিকা শক্তি হিসেবে কাজ করবে।
এ বৈঠকে মালয়েশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উভয় পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের পরস্পরের স্বার্থে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ওপর পুনরায় গুরুত্ব আরোপ করে এ ব্যাপারে নতুন ক্ষেত্র উন্মোচনে একমত পোষণ করেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালেয়র এক সংবাদ বিঞ্জপ্তিতে এসব কথা বলা হয়।
এতে জানানো হয়, বৈঠকে উভয় পররাষ্ট্র মন্ত্রী মালয়েশিয়া সাউথ-সাউথ এ্যাসোসিয়েশন (এমএএসএসএ) ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিএমসিসিআই)সহ বিদ্যমান প্লাটফর্মগুলোকে ব্যবহার করে বাংলাদেশ মালয়েশিয়া ইনভেস্টমেন্ট ফোরাম গঠনে সম্মত হন।