সৌদিতে নারী শ্রমিক পাঠাতে ফের নিবন্ধন

bbbbঢাকা: সৌদি আরাবে পাঠাতে নারী শ্রমিক সংগ্রহের জন্যে ফের নাম নিবন্ধনের আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (১৮ মে) দুপুরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দেশের ৪২টি জেলায় কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ নিবন্ধন কর‍া হবে। নিবন্ধন শুরু হবে আগামী ২৪ মে, চলবে ৩০ মে পর্যন্ত।

নিববন্ধনের সঙ্গে সঙ্গে সরকার অনুমোদিত নিবন্ধিত রিক্রটিং এজেন্সির সমন্বয়ে কর্মীদের বাছাই করাও হবে।

বিনা খরচে সৌদি আরবে নারী শ্রমিক পাঠাতে প্রথমবার নিবন্ধন শুরু করেও তেমন সাড়া পায়নি জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরো। দ্বিতীয়বারের মতো আবারও মহিলা শ্রমিকদের নিবন্ধন শুরু করতে যাচ্ছে এ সংস্থাটি। প্রথম দফায় সৌদি আরবে যাওয়ার জন্য সাড়ে ৩ হাজার নারী নিবন্ধিত হয়েছিলেন।

সূত্র জানায়, আগ্রহীদের ১২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মেশিন রিডেবল পাসপোর্ট (যদি থাকে) অথবা জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ এবং নিজ এলাকার চেয়ারম্যান সনদপত্র সঙ্গে আনেত হবে।

যারা নিবন্ধন করবেন তাদের বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ এর মধ্যে।

সৌদিতে যে নারী শ্রমিক যাবে তাদের বেতন হবে ১৬ হাজার, ওভার টাইমসহ ২০ হাজার টাকা। থাকা-খাওয়া-চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। শুরুতে ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও পরে তা নবায়ন করা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.