অন্য কোনো দেশে সালাহ উদ্দিনের চিকিৎসা করাতে চান তার স্ত্রী

image_13-400x300_81070বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আশ্রয় দেয়ার জন্যে ভারত সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। তৃতীয় কোনো দেশে সালাহ উদ্দিনের চিকিৎসার জন্যে আইনী প্রক্রিয়ায় তিনি প্রচেষ্টা চালাবেন বলে অপেক্ষমাণ সাংবাদিকদের জানান।

সোমবার শিলং সময় রাত ৮টা ১০মিনিটে শিলং হাসপাতালে প্রবেশ করেন হাসিনা আহমেদ। তিনি ২৬ মিনিট ভেতরে অবস্থান করে বের হয়ে আসেন।

হাসিনা আহমেদ সাংবাদিকদের জানান, সালাহ উদ্দিন আহমেদকে আশ্রয় দেয়ার জন্যে আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আইনজীবী নিয়োগ করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে সালাহ উদ্দিনের চিকিৎসা যাতে তৃতীয় কোনো দেশে করা যায় সে চেষ্টা করব।

তিনি বলেন, আজ বেশিক্ষণ কথা বলা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে তিনি ফের হাসপাতালে সালাহ উদ্দিনের সঙ্গে কথা বলবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.