জুন থেকেই দিতে হবে গ্যাস-বিদ্যুতের বাড়তি দাম

Hanging lightbulbঢাকা : এ বছরের জুন থেকে বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্যহার কার্যকর হবে। চলতি মাসেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত ঘোষণা দেবে। বিইআরসির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিদ্যুতের মূল্য বৃদ্ধির ওপর জানুয়ারিতে গণ-শুনানি করা হয়। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গ্যাসের মূল্য বৃদ্ধির ওপর গণ-শুনানি হয়। শুনানির পর কোম্পনিগুলো থেকে তথ্য প্রাপ্তির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে বিইআরসি’র পক্ষ থেকে বলা হয়েছিল। এই ৯০ দিনের সময়সীমা শেষ হচ্ছে জুন মাসে। সেই হিসাবে ১লা জুন থেকে কার্যকর হবে বিদ্যুৎ ও গ্যাসের নতুন মূল্যহার। এ বিষয়ে বিইআরসির কারিগরি কমিটি তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী সপ্তাহে কমিশনের বৈঠকে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

এ প্রসঙ্গে বিইআরসি’র সদস্য ড. সেলিম মাহমুদ জানান, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য আমাদের কারিগরি কমিটি কাজ করছে। কমিশন চাইলে আগামী জুন থেকে কার্যকর করতে পারে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। বিইআরসি সূত্র জানায়, বিদ্যুতের পাইকারি মূল্য ২১ থেকে ২৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আর গ্রাহকপর্যায়ে মূল্য বাড়বে ৩ থেকে ৫ শতাংশ। গ্রাহকদের সাতটি ধাপে ভাগ করে এই মূল্য বৃদ্ধি কার্যকর করা হবে। এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের মূল্য ১৮ দশমিক ১২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়।

সূত্র জানায়, গৃহস্থালি গ্যাস সংযোগের ক্ষেত্রে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত মূল্য বাড়তে পারে। ক্যাপটিভ পাওয়ারের ক্ষেত্রে ৩০ থেকে ১০০ শতাংশ, শিল্পক্ষেত্রে ৫৩ শতাংশ এবং বাণিজ্যিকক্ষেত্রে ১৮শতাংশ পর্যন্ত মূল্য বাড়তে পারে। সিএনজির ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত মূল্য বাড়তে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.