এফ-৩৫ যুদ্ধবিমানের জন্য এস-৪০০ হুমকি হবে নাঃ তুরস্ক

এফ-৩৫ যুদ্ধবিমানের জন্য এস-৪০০ হুমকি হবে নাঃ তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেছেন, রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচির জন্য কী ধরনের হুমকি তৈরি করতে পারে, তা জানতে একটি কৌশলগত কমিটি গঠনের প্রস্তাবে এখনো সাড়া দেয়নি ওয়াশিংটন।-খবর এবিসি নিউজের

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ক্রয়ের চুক্তির পর থেকেই তুরস্কের সঙ্গে ন্যাটোমিত্র যুক্তরাষ্ট্রের সম্পর্কের ফাটল দেখা দিয়েছে।

এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনলে তুরস্ককে পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু তুরস্ক বলছে, তাদের পক্ষে এ চুক্তি বাতিল করা সম্ভব হবে না।

পোলিশ ও রোমানীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মেভলুত কাভুসগলু বলেন, এস-৪০০ যাতে তুরস্কের পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা।

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচির জন্য রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা হুমকি হবে বলে তিনি মনে করেন না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.