বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার থেকে: ঈদকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যটন মেলায় রিজেন্ট এয়ারওয়েজ সব টিকিটেই দিচ্ছে ১০ শতাংশ ছাড়। ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত চলবে এ মেলা, থাকবে এ সুযোগও।
৩১ মে’র মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করে টিকিট সংগ্রহ করা যাবে মেলা থেকেই। আর ট্যুরে যেতে হবে ১০ জুন থেকে ১০ আগস্টের মধ্যে।
রিজেন্টের বিপণন বিভাগের সহকারী ম্যানেজার আমিনুল হক এসব তথ্য জানান।
বৃহস্পতিবার (২১ মে) থেকে রাজধানীতে শুরু হওয়া আন্তর্জাতিক পর্যটন মেলায় এ সুযোগ দিচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ।
ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ট্যুরের টিকিট পাওয়া যাবে ২৭ হাজার ৭শ’ ৭৭ টাকায়। ঢাকা-ব্যাংকক-ঢাকার টিকিট পাওয়া যাবে ১৭ হাজার ৪শ’ ৪৪ টাকায়। চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম ট্যুরের টিকিট পাওয়া যাবে ১৯ হাজার ৭শ’ ৭৭ টাকায়। ঢাকা-কলকাতা-ঢাকা ট্যুরের টিকিট পাওয়া যাবে ৮ হাজার ১শ’ ৮৮ টাকায়। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম ট্যুরের টিকিট ১০ হাজার ৬শ’ ১১ টাকায় পাওয়া যাবে।
এছাড়া ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ট্যুরের টিকিট মিলছে ২০ হাজার ৮শ’ ১১ টাকায়।
রিজেন্ট রমজান উপলক্ষে দেশের ভেতরে ট্যুরের টিকিটেও বিশেষ ছাড় দিচ্ছে। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা বা চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রামের টিকিট পাওয়া যাবে মাত্র ৬ হাজার টাকায়।
আমিনুল জানান, হলিডে প্যাকেজের প্রতিও আগতদের আগ্রহ রয়েছে। আগ্রহীদের জন্য সাশ্রয়ী প্যাকেজও রয়েছে। বিজনেস ক্লাসে ঢাকা-ব্যাংকক-ঢাকায় ৫ দিন ও ৪ রাতের প্যাকেজ জনপ্রতি ৪৫ হাজার ৮শ’ ৯৬ টাকা। শিশুদের জন্য ৩৫ হাজার ৯০০ টাকা এবং নবজাতকদের জন্য ৩ হাজার ৯শ’ টাকা। এ প্যাকেজে গিয়ে ব্যাংককে বেশি রাত কাটাতে চাইলে প্রতিরাতে অতিরিক্ত খরচ পড়বে প্রাপ্তবয়স্কদের জন্য ৩ হাজার করে, শিশুদের জন্য ২ হাজার ও নবজাতকদের জন্য ১ হাজার করে। কুয়ালালামপুরেও ৩ দিন ও ২ রাতের প্যাকেজ দিচ্ছে রিজেন্ট। প্রাপ্তবয়স্কদের টিকিট ৬১ হাজার ১০৪ টাকা।
ইকোনমি ক্লাসে ব্যাংককে ৩ দিন ও ২ রাতের প্যাকেজ রেখেছে এ এয়ারওয়েজ। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি টিকিট ২০ হাজার ৭শ’ ৭৭ টাকা, শিশুদের জন্য ১৮ হাজার ৭শ’ ৭৭ টাকা, নবজাতকদের জন্য ৯ হাজার ৭শ’ ৭৭ টাকা।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকক ও পাতায়ায় ৫ দিন-৪ রাতের ট্যুর-প্যাকেজ রেখেছে রিজেন্ট। এতে প্রাপ্তবয়স্কদের জনপ্রতি গুণতে হবে ২৬ হাজার ৭শ’ ৭৭ টাকা করে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মেলা শুরু হয়। অনিবার্য কারণে কয়েক ঘণ্টা বন্ধ রেখে বিকেল সাড়ে ৬টায় আবার শুরু হয় মেলা।