বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান মেনন এর সাথে আজ তার সচিবালয়স্থ দপ্তরে বাংলাদেশে সফররত ভারতের ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী জনাব রতন ভৌমিক বৈঠক করেছেন ।
বৈঠককালে তারা পর্যটনখাতের উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।
রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ ও ভারত বিশেষ করে ত্রিপুরা বন্ধুপ্রতীম এই দুই নিকট প্রতিবেশীর মধ্যকার হাজার বছরের ঐতিহাসিক,সাংস্কৃতিক ,কৃষ্টি ও ভাষাগত মিল দু‘এলাকার মানুষের মধ্যে সেতুবন্ধন হয়ে কাজ করছে ।
তিনি মহান স্বাধীনতা সংগ্রামে ত্রিপুরা তথা ভারতের গৌরবোজ্জল অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন । তিনি বলেন দু‘দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভৌগোলিক সীমা রেখায় বিচ্ছিন্ন থাকলেও আতœার টান ভিন্ন করার মত নয় ।
ত্রিপুরার পর্যটন মন্ত্রী বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, দু‘দেশের জনগণের অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করা সময় এসেছে । বিদ্যমান চমৎকার বন্ধুপ্রতীম সম্পর্কের সুযোগ কাজে লাগিয়ে ত্রিপুরা ও বাংলাদেশ
শিল্প বানিজ্যসহ অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব ।তিনি বলেন, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজতর হলে সেখান থেকে সাগর দেখার জন্য অনেক মানুষ বাংলাদেশে বেড়াতে আসবে ।
তিনি পর্যটনের এ বিশাল সুযোগ কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ।