ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে বিমানের ৬ ফ্লাইট বাতিল

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে বিমানের ৬ ফ্লাইট বাতিল।

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে চারটি আন্তর্জাতিক ও দুটি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে।

আজ শনিবার সকালে শাহজালাল বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ার, নভোএয়ার ও স্পাইস জেটের কলকাতাগামী চারটি ফ্লাইট বাতিল করা হয়। পরে অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের ঢাকা-চট্টগ্রাম বিজি ৪১৩ এবং চট্টগ্রাম-ঢাকা বিজি ৪১৪ ফ্লাইটও বাতিল করা হয়।

বাংলাদেশ বিমান, রিজেন্ট ও ইউএস বাংলার চারটি ফ্লাইটের সকালের যাত্রা বিলম্ব করে বিকেলে সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আজকের ঢাকা-কলকাতা বিজি ০৯১ ফ্লাইট বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিলম্ব করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ এসব তথ্য জানান। তবে বিমানবন্দরে অন্যান্য দেশি-বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে গতকাল শুক্রবারও বিমানের ঢাকা-যশোর ‘বিজি ৪৬৭’ ও যশোর-ঢাকা ‘বিজি ৪৬৮’ ফ্লাইট দুটি বাতিল করা হয়। এদিন ঢাকা-রাজশাহী ও রাজশাহী-ঢাকা রুটে বিমানের আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.