মিয়ানমারে উড়োজাহাজ দুর্ঘটনাঃ অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট শিডিউল বিপর্যয়

মিয়ানমারে উড়োজাহাজ দুর্ঘটনাঃ অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট শিডিউল বিপর্যয়।

মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ছিটকে পড়ার ঘটনায় উড়োজাহাজ সংকটে অভ্যন্তরীণ রুটে একের পর এক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। সহসা উড়োজাহাজ সংগ্রহ করতে না পারায় এ সমস্যার সমাধান হচ্ছে না বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

তবে আগামী সপ্তাহে একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

বিমান সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ইয়াঙ্গুনে ড্যাশ-৮ দুর্ঘটনার পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত চারটি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া শুক্র, শনি ও রবিবার সৈয়দপুর, যশোর, রাজশাহী রুটের আরো সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব রুটে ছোট এয়ারক্রাফট না থাকায় বিমান কর্তৃপক্ষ ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হয়েছে।

সূত্র জানায়, ফ্লাইট শিডিউল বিপর্যয় কাটানোর জন্য চট্টগ্রাম, কক্সবাজার, কলকাতায় ড্যাশ-৮-এর মতো ছোট এয়ারক্রাফটের বদলে বড় এয়ারক্রাফট দেওয়া যাবে। কারণ সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বড় বোয়িং ৭৭৭, ৭৩৭ ও ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হয়। সুতরাং এসব রুটে বড় এয়ারক্রাফট ব্যবহার করা হলে শিডিউল জটিলতা কিছুটা কমবে।

শাকিল মেরাজ গতকাল বলেন, অভ্যন্তরীণ রুট ছাড়া আন্তর্জাতিক রুটে কোনো ফ্লাইট বাতিল হয়নি। তবে বিমানের শিডিউলে যে জটিলতা রয়েছে, তা আগামী ১৩ মে থেকে স্বাভাবিক হয়ে যাবে। তিনি আরো বলেন, যারা টিকিট ফেরত দিতে চায় কিংবা বদলে নিতে চায়, তাদের বিমান অফিসে যোগাযোগ করতে হবে।

দেশে ফিরেছেন আহত পাইলটসহ ১০ জন

এদিকে মিয়ানমারে দুর্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের পাইলট, ক্রুসহ ১০ জন গতকাল রাত পৌনে ১১টার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরেছেন। ইয়াঙ্গুনের হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীদের মধ্যে হাসপাতালের ছাড়পত্র পাওয়া কেউ দেশে ফিরতে চাইলে তাদেরও নিয়ে আসা হবে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। তিনি বলেন, বিমানের একটি বিশেষ ফ্লাইট শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ইয়াঙ্গুনের উদ্দেশে ছেড়ে গেছে।

ঢাকা থেকে মোট ৩৫ জন আরোহী নিয়ে বুধবার বিকেলে মিয়ানমারের পথে রওনা হয়েছিল বিমানের ফ্লাইট বিজি ০৬০। কিন্তু ইয়াঙ্গুনে নামার সময় উড়োজাহাজটি বজ -ঝড়ের কবলে পড়ে এবং অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে যায়। ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির চিফ অব ফ্লাইট সেফটি শোয়েব চৌধুরীকে প্রধান করে এ কমিটি করা হয়েছে। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এ ছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার ব্যয়ভার ও প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.