ল্যান্ডিং গিয়ার ছাড়াই রানওয়েতে নামল যাত্রীবাহী বিমান

ল্যান্ডিং গিয়ার ছাড়াই রানওয়েতে নামল যাত্রীবাহী বিমান।

সামনের ল্যান্ডিং গিয়ার ছাড়াই ইয়াঙ্গুনের মানডালে বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে অবতরণ করেছে মিয়ানমারের ন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান।

রোববার মিয়ানমার কর্তৃপক্ষ জানায়, বিমানটি অবতরণের সময় সামনের ল্যান্ডিং গিয়ার আটকে যায়। পরে এ অবস্থায়ই যাত্রীবাহী বিমানটি পাইলট অবতরণ করান।

গত এক সপ্তাহে মিয়ানমারে বিমানের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে অন্তত ১৭ জন আহত হন।

কর্তৃপক্ষ জানায়, এমব্রেয়ার ১৯০ বিমানটি রোববার সকালে মানডালে বিমানবন্দরে প্রযুক্তি ব্যর্থতার মধ্যে পড়ে। এতে কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় তদন্ত করা হবে বলে জানায় পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের স্থায়ী সচিব জয় খাঁত। তিনি এ সময় পাইলটের প্রশংসা করেন।

তবে বিমানটিতে কত যাত্রী ছিল তা জানানো হয়নি। এদিকে এমবার কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে ৯৬-১১৪টি যাত্রী বসার আসন রয়েছে। সূত্র: রয়টার্স

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.