ঈদে গান শোনাবেন মাহফুজুর রহমান

ঈদে গান শোনাবেন মাহফুজুর রহমান।

প্রতিবছরের মতো এবারের ঈদুল ফিতরে ভক্তদের গান শোনাবেন ড. মাহফুজুর রহমান। ২০১৭ সালে তিনি ঈদুল আযহায় প্রথম গান নিয়ে হাজির হন।

মাহফুজুর রহমানের কণ্ঠে একক সংগীতানুষ্ঠানটি প্রচারিত হওয়ার পরে তা ভাইরাল হয়। শুধু ভাইরালেই শেষ নয় গান প্রকাশিত হওয়ার পরে আলোচনা, সমালোচনা হয়েছিল।
যা কিছুই ঘটুক না কেন নিজের গান ও গায়কীর প্রতি শ্রদ্ধাশীল মাহফুজুর রহমান। সমালোচিত হয়ে গান ছেড়ে দেবে বিষয়টি তার কাছে এমন নয়।
তিনি দাবি করছেন, অনেকে সমালোচনা করলেও তার অনেক ভক্তও গড়ে উঠেছে। যারা নাকি তার গানের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন।

তাদের জন্য সুখবর নিয়ে ফিরছেন মাহফুজুর রহমান। আসছে ঈদে একক সংগীতানুষ্ঠানে দেখা মিলবে তারই মালিকানাধীন চ্যানেল এটিএন বাংলায়।
জানা গেছে, এরইমধ্যে বেশ কয়টি গানের রেকর্ডিং ও ভিডিও ধারণ শেষ হয়েছে। দেশসেরা গীতিকবিদের লেখা গানগুলোতে সুর ও সংগীতায়োজনেও থাকবে চমক। থাকবে মেলোডি ধাঁচের প্রেম-বিরহের কিছু গান।
সবকটি গান চূড়ান্ত হলে এর নামকরণ করা হবে। এটিএন বাংলা আশা করছে, গত ঈদের মত এবারো গান দিয়ে মাতিয়ে রাখবেন মাহফুজুর রহমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.