বোয়িং ৭৩৭ ম্যাক্সের উড্ডয়ন শুরু নিয়ে আলোচনায় নীতিনির্ধারকরা

বোয়িং ৭৩৭ ম্যাক্সের উড্ডয়ন শুরু নিয়ে আলোচনায় নীতিনির্ধারকরা।

নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বজুড়ে উড্ডয়ন বন্ধ রাখা বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ বহরে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেছেন এয়ারলাইনসগুলোর নীতিনির্ধারকরা। কবে নাগাদ এ মডেলের উড়োজাহাজ উড্ডয়ন শুরু হতে পারে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে আলোচনা করছেন তারা। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। খবর: বিবিসি।
গত মার্চ থেকে বিশ্বজুড়ে বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রয়েছে। মাত্র পাঁচ মাসের মধ্যে এ মডেলের উড়োজাহাজের দুটি বড় দুর্ঘটনায় অন্তত ৩৪৬ জনের প্রাণহানি ঘটলে এর উড্ডয়ন বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তাগত ত্রুটি দূর করতে ইতোমধ্যে এর সফটওয়্যার ব্যবস্থা আপডেট করেছে বোয়িং। তবে পুনরায় উড্ডয়ন শুরু করতে হলে অবশ্যই এফএএ’র অনুমোদনের প্রয়োজন হবে।
নীতিনির্ধারকরা জানিয়েছেন, যুক্তরাজ্য, ইউরোপ এবং চীনসহ বিশ্বের ৩৩টি দেশের প্রতিনিধিরা নিরাপত্তা বিষয়ে তাদের বিশ্লেষণী মতামত জানাবেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তাদের মতামতের আলোকে কবে নাগাদ ৭৩৭ ম্যাক্স উড্ডয়ন শুরু হতে পারে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এফএএ আরও জানিয়েছে, বৈঠকে নিরাপত্তা বিশেষজ্ঞদেরও রাখা হতে পারে। সেখানে তারা উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। এর মাধ্যমে এ উড়োজাহাজ বহরে ফেরার বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে।
বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের আপডেট করা সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও উন্নত করেছে বোরিং। এর মাধ্যমে দ্রুত উচ্চতায় উঠে যাওয়ার যে সমস্যা তৈরি হচ্ছিল তা থেকে মুক্তি মিলতে পারে বলে বলে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি মনে করছে।
বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজের বিষয়ে এমন এক সময় নীতিনির্ধারকরা বৈঠকে বসলেন যার মাত্র একদিন আগেই ক্ষতিপূরণ দাবি করেছে চীনের তিনটি এয়ারলাইনস। উড়োজাহাজগুলোয় আপডেট সফটওয়্যার আপডেটের কাজ সম্পন্ন করতে অনেক দিন উড্ডয়ন বন্ধ থাকায় ক্ষতির শিকার হয়েছে এয়ারলাইনসগুলো। ফলে চীনের প্রধান তিনটি এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে এ ক্ষতিপূরণ দাবি করেছে।
উড্ডয়ন বন্ধ রাখায় এবং ৭৩৭ ম্যাক্স জেট সরবরাহে দেরি করায় ক্ষতিপূরণ দাবি করেছে এয়ার চায়না, চায়না সাউদার্ন ও চায়না এস্টার্ন। এতে বোয়িংয়ে ওপর আরও চাপ বেড়েছে বলে মনে করা হচ্ছে। পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িং সংকটে পড়ে। ইথিওপিয়ায় এ মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর থেকে এক সপ্তাহে প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমেছে দুই হাজার ৫০০ কোটি ডলার। ইথিওপিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহীর সবাই নিহত হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.