ছিদ্র নিয়েই যুক্তরাষ্ট্রে পৌঁছল এয়ার ইণ্ডিয়ার বিমান।
বড়সড় দুর্ঘটনা এড়াল এয়ার ইণ্ডিয়ার বিমান৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো পৌঁছে দেখা গেল বিমানের দরজায় চোখে পড়ার মত একটি ছিদ্র৷ এআই ১৮৩, বোয়িং ৭৭৭ এয়ারক্রাফটে এই ছিদ্র ধরা পড়ে৷ তবে ততক্ষণে দিল্লি থেকে লম্বা পথ পাড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছে৷
সাধারণ পরীক্ষার সময়েই ছিদ্রটি ধরা পড়ে৷ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ এয়ার ইণ্ডিয়ার বিমানের পরিষেবা নিয়ে বারবারই যাত্রী অভিযোগ উঠে এসেছে৷ রবিবার এই ঘটনায় সেই তালিকা বাড়ল৷ ২২৫ জন যাত্রীর জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার অভিযোগে যথেষ্টই অস্বস্তিতে এয়ার ইণ্ডিয়া কর্তৃপক্ষ৷ কেন ঠিক করে পরীক্ষা না করেই এতদূর পাড়ি দিল বিমানটি, তা নিয়ে প্রশ্ন উঠছে৷
বিশ্বের মধ্যে এই দিল্লি-সান ফ্রান্সিসকো রুট সর্বাপেক্ষা বৃহৎ বলে ধরা হয়৷ এতদূরের পথে যে কোনও মুহুর্তে ঘটে যেত পারত বড়সড় দুর্ঘটনা৷ এত বড় গাফিলতি নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে৷ ইতিমধ্যেই বিমান কর্তৃপক্ষ নিজস্ব তদন্ত কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্ত করছে৷
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে এয়ার ইণ্ডিয়ার মুখপাত্র ধনঞ্জয় কুমার বলেন, একটি ছোট ছিদ্র বিমানের দরজায় ধরা পড়েছে৷ বিমানের প্রবেশ গেটের ঠিক ডানদিকে এই ছিদ্র ধরা পড়েছে৷ সেই ছিদ্র মেরামত করার কাজ শুরু হয়েছে৷