বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮-এর নিরাপত্তা নিয়ে আবারো প্রশ্ন।
বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমানের নিরাপত্তা নিয়ে আবারো নতুন করে প্রশ্ন তুলেছেন বিমানের নিরাপত্তা পর্যবেক্ষকরা।
তারা জানান, বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের কিছু বিমানে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহৃত হয়ে থাকতে পারে।
মার্কিন কেন্দ্রীয় এভিয়েশন প্রশাসন জানায়, ৩শ’র বেশি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান ও পুরনো সেভেন থ্রি সেভেন মডেলের বিমানে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। এগুলো জরুরিভিত্তিতে প্রতিস্থাপন করা উচিৎ বলেও জানানো হয়।
ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান দুর্ঘটনায় কয়েকশ’ মানুষ হতাহতের ঘটনায় বোয়িংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমানের সেবা বন্ধ ঘোষণা করে বেশ কিছু দেশ।