কুয়ালালামপুর বিমানবন্দরে উড়োজাহাজ দেখার আউটডোর ডেক।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কেএল আন্তর্জাতিক বিমানবন্দরে না ঢুকেও উড়োজাহাজের ওঠানামা উপভোগ করা যাচ্ছে। আউটডোর বিমান পর্যবেক্ষণ ডেকের মাধ্যমে এই সুযোগ মিলছে। এর নাম রাখা হয়েছে ‘আনজাং স্পটার’। দেশটিতে এমন উদ্যোগ এটাই প্রথম। এর মাধ্যমে স্থানীয় প্লেন স্পটারদের স্বপ্নপূরণ হলো।
আনজাং স্পটার উদ্বোধনের সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছে মালয়েশিয়া এয়ারপোর্টস কর্তৃপক্ষ। তারা মনে করে, এখানে এভিয়েশন উৎসাহীদের দারুণ সময় কাটবে। তাদের আশা, এর মাধ্যমে কেএল বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকা হয়ে উঠবে আকর্ষণীয় গন্তব্য।
উড়োজাহাজের ছবি তুলছেন একজন প্লেন স্পটারকেএল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ের ঠিক বাইরে ডেকটি অবস্থিত। সেখান থেকে ৩২এল রানওয়েতে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ উপভোগ করছেন বিভিন্ন বয়সী মানুষ।
প্লেন স্পটারদের অনেকে উড়োজাহাজের টেক অফ ও ল্যান্ডিং ক্যামেরাবন্দি করতে ভিড় জমিয়েছেন আনজাং স্পটারে। ডেকটিতে একসঙ্গে ৪০ জন মানুষ অবস্থান করতে পারবেন।