পরিবেশবান্ধব বৈদ্যুতিক উড়োজাহাজ নিয়ে এলো ইসরায়েল।
ফ্রান্সের তুলাউস শহরের প্যারিস ল্যা বোগার্ট বিমানবন্দরে শুরু হওয়া ‘প্যারিস এয়ার শো’র নতুন আকর্ষণ বৈদ্যুতিক বিমান এলিস। বিমানটি নিয়ে এসেছে ইসরায়েলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইভিয়েশন এয়ারক্রাফট।
‘প্যারিস এয়ারশো’তে প্রদর্শনীর জন্য নিয়ে আসা এ বৈদ্যুতিক বিমানটি ৬৫০ মাইল পর্যন্ত উড়তে পারে। তুলাউস বিমানবন্দরে চলা এয়ারশো’তে নিয়ে আসা এ বিমানটি এলিস হিসেবে পরিচিত। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান ইসরায়েলের ইভিয়েশন এয়ারক্রাফট।
মূলত পরিবেশ দূষণের কথা মাথায় রেখে কার্বন নি:সরণ কমাতেই তৈরি হয়েছে এ ধরণের বিমান। স্বল্প খরচে এ বিমানে ভ্রমণের সুযোগ পাবেন ভ্রমনকারীরা। বিমানটি প্রথম কিনছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এয়ারলাইন্স কেএপ এয়ারত।
২০২১ সালে পরীক্ষামূলক ফ্লাইট চলাচল আর সনদ প্রাপ্তির পর ২০২২ সালে বাণিজ্যিকভাবে এলিসের চলাচল কার্যক্রম শুরু করার কথা রয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।
প্রদর্শনীতে আকর্ষণীয় মডেলের বিমান নিয়ে এসেছে বিশ্বখ্যাত অনেক বিমান নির্মাতা প্রতিষ্ঠান। বোয়িং পেয়েছে প্রত্যাশার চেয়ে বেশি অর্ডার। নতুন বিমান নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে এয়ারবাস।
এদিকে, ব্রিটিশ এয়ারওয়েজের কাছ থেকে ২ হাজার ৪০০ কোটি ডলার মূল্যের ২০০ বিমানের অর্ডার পেয়েছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এ ঘোষণার পর বোয়িংয়ের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ পর্যন্ত।