হজযাত্রীদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ এজেন্সিদের।
হজযাত্রীদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে ধর্ম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে হজ এজেন্সিগুলোকে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ কথা।
ভিসা গ্রহণ কার্যক্রম তদারকি, সমন্বয় ও ত্বরান্বিত করার সুবিধার্থে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য আগামী ৪ থেকে ১৫ জুলাই পর্যন্ত সব ফ্লাইটের হজযাত্রীদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।
আগামী ৪ জুলাই থেকে ২০১৯ সালের হজযাত্রীদের হজ ফ্লাইট শুরু হচ্ছে। ইতোমধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের ভিসা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে।
রাজধানীর আশকোনায় হজ অফিসের পরিচালক এবং কারওয়ান বাজারের বিজনেস অটোমেশন লিমিটেড বরাবর আগামী ২৮ জুলাইয়ের মধ্যে prp@hajj.gov.bd, morahajsection@gmail.com পাঠানোর জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।