বোমাতঙ্কে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ এর জরুরি অবতরন

বোমাতঙ্কে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ এর জরুরি অবতরন।

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ ফের বোমাতঙ্ক। আর তার জেরেই ওই বিমানকে জরুরি অবতরন করানো হল লন্ডনের বিমান বন্দরে। আগাম সতর্কতা বার্তা আসে পাইলটের কাছে, মুম্বই থেকে নিউ জার্সির নিউইয়র্ক লিবারটি আন্তর্জাতিক বিমানবন্দরগামী বিমানটিকে নামানো হয় লন্ডনের স্যান্টটেড বিমানবন্দরে।
সূত্রের খবর, বিমানটি ভারতীয় সময় সকাল ৪.৩০ নাগাদ মুম্বই বিমান বন্দর থেকে তিনঘন্টা দেরিতে রওনা হয়। ভারতীয় সময় দুপুর দুটো নাগদ পথবদলায় এয়ার ইন্ডিয়ার প্লেনটি। পাইলটের কাছে বিমানে বোমা রয়েছে এহেন খবর আসার পর ৩টে নাগাদ বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় স্যান্টটেড বিমানবন্দরে। এরপর নিরাপত্তারক্ষীদের সাহায্যে বোয়িং ৭৭৭-৩৩৭-এর মধ্যে থাকা যাত্রীদের সুরক্ষিত ভাবে বার করে আনা হয় বিমানের ভিতর থেকে। এয়ার ইন্ডিয়ার তরফে প্রথমে টুইটে জানানো হয়, ১৯১ মুম্বই-নেওয়ার্ক বিমানটিতে বোমাতঙ্ক হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে সেটি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।

লন্ডনের এই বিমানবন্দরটি অত্যাধুনিক সুরক্ষা সরঞ্জামে সজ্জিত, তাছাড়াও স্যান্টটেড বিমানবন্দরের লাগোয়া র‍্যায়াল এয়ারফোর্স বেস। যদিও ঘটনার কিছুক্ষণবাদে সেই টুইট ডিলিট করে দেওয়া হয়। বলা হয়, ‘এ বিষয়ে আপডেট জানানো হবে। বৃহস্পতিবার ভোরে মুম্বই থেকে নিউ জার্সির নেওয়ার্ক লিবারটি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দিয়েছিল বিমানটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.