বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৮ মডেলে আরও সমস্যা।
বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের যাত্রীবাহী বিমানে আরও কিছু সমস্যা খুঁজে পেয়েছে মার্কিন ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন।
গেলো সপ্তাহে পরীক্ষামূলক চলাচলের সময় ধরা পড়ে এ ত্রুটি। তবে এ ত্রুটির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বোয়িং কর্তৃপক্ষ। এজন্য সনদ প্রাপ্তির পরীক্ষার তারিখ নির্ধারণও ৮ জুলাই পর্যন্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমানগুলো ১৯৬০ সালে প্রথম নির্মিত হয়।
ইন্দোনেশিয়ায় লায়ন এয়ার এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সে বোয়িংয়ের এই মডেলের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ হারায় ৩শ’ ৪৬ মানুষ। এরপরই আন্তর্জাতিকভাবে বন্ধ করে দেয়া হয় এ মডেলের বিমানের চলাচল।