বিশ্বের সেরা ১০০ এয়ারলাইন্সের তালিকা।
বিমান পরিষেবায় ফের শীর্ষে কাতার এয়ারওয়েজ ৷ সিঙ্গাপুর এয়ারলাইন্সকে টপকে এক নম্বর স্থানে কাতার ৷ SKYTRAX-এর বিচারে এ বছর বিমান পরিষেবার তালিকায় এক নম্বরে কাতার এয়ারওয়েজ ৷ গত দু’বছর এই তালিকায় শীর্ষে ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স ৷ এখানে উল্লেখযোগ্য বিষয় হল, তালিকায় প্রথম দশে লুফথানসা বাদে কোনও ইউরোপিয়ান এয়ারলাইন্স নেই ৷ গত বেশ কয়েকবছরের মতো
প্রথম ১০-এর তালিকায় এ বছর ৫ নম্বরে নেমে গিয়েছে দুবাইয়ের বিমানসংস্থা এমিরেটস ৷ প্রথম দশে জায়গা করে নিতে এবছরও সফল থাই এয়ারওয়েজ ৷ Courtesy: SKYTRAX
তালিকায় এবছর দু’ধাপ নিচে নেমেছে জাপান এয়ারলাইন্স ৷ প্রথম ২০-তে জায়গা করে নিতে সফল মালয়েশিয়ার লো কস্ট বিমানসংস্থা এয়ার এশিয়া ৷ Courtesy: SKYTRAX
র্যাঙ্ক তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছে আরেক জনপ্রিয় বিমানসংস্থা এতিহাদ ৷ গত বছর ১৫ নম্বরে থাকলেও এ বছর তালিকায় ২৮ নম্বরে নেমে এসেছে এতিহাদ ৷Courtesy: SKYTRAX
প্রথম ৫০-এর তালিকায় নেই ভারতের কোনও বিমানসংস্থা ৷ Courtesy: SKYTRAX
তালিকায় ৫৮ নম্বরে রয়েছে ইন্ডিগো ৷ এ বছর তিন ধাপ নিচে নেমেছে ভারতের এই বিমানসংস্থা ৷ গতবার ৫৫ নম্বরে ছিল ইন্ডিগো ৷ বরং তালিকায় অনেকটাই উন্নতি করেছে দেশের আরেক বিমানসংস্থা ভিস্তারা ৷ ৮৬ নম্বর থেকে ৬৯ নম্বরে উঠে এসেছে ভিস্তারা ৷ Courtesy: SKYTRAX
Courtesy: SKYTRAX