সিডনিতে বসন্ত মেলা অক্টোবরে

Springনাইম আবদুল্লাহ, সিডনি : বসন্তকে স্বাগত জানাতে আগামী ৩ অক্টোবর সিডনির আন্তর্জাতিক ভেন্যু কোগরার জুবিলি ওভালে দিনব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত হবে। ফেস্টিভ্যাল অব সিডনি ইনক-এর সভাপতি শহীদুজ্জামান আলোর সভাপতিত্বে কমিটির সদস্যদের সম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগের মেলার সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

আয়োজকরা জানান, এবারের মেলা যাতে গত বছরের চেয়েও আনন্দঘন, উপভোগ্য ও আড়ম্বরপূর্ণ হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। পার্কিংয়ের পরিসর, স্টেজ পারফরম্যান্স, স্টলহোল্ডারদের সুযোগ-সুবিধা, মহিলা-পুরুষদের নামাজের রুম, সাউন্ড এবং লাইটকে আরও উন্নত করা হবে। পাশাপাশি নতুন কিছু আকর্ষণের কথাও ভাবছেন তারা।

অস্ট্রেলিয়ার স্থানীয় বসন্তকে স্বাগত জানাতে ও মাল্টি কালচারাল অস্ট্রেলিয়া গড়ে তুলতে বসন্ত মেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে দ্য রিপোর্টকে জানানো হয়, মেলার দিনে যাতে উষ্ণ আবহাওয়ার থাকে সেদিকে গুরুত্ব দিয়েই অক্টোবর মাসে দিনটি নির্ধারণ করা হয়েছে। তারা অস্ট্রেলিয়া প্রবাসী সকল বাংলাদেশীকে বসন্ত মেলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশ ফেস্টিভ্যাল অব সিডনি ইনক-এর কার্যকরী কমিটির সভায় উপস্থিত ছিলেন- সভাপতি শহীদুজ্জামান আলো, সহ-সভাপতি শামসুজ্জোহা স্বপন, সাধারণ সম্পাদক আফসানা বিলকিস, কোষাধ্যক্ষ আবু হাসানাত, এক্সিকিউটিভ মেম্বার জামাল আহমেদ, মোহাম্মদ ফারুক ও সোহেলুর রহমান, আঞ্জুমান আরা জামান, রাজেবা জোহা, বৈশাখী হাসানাত, জেসমিন আহমেদ, সাইজা ফারুক প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.