২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার ৬ লক্ষ ৩২ হাজার ৫শ’ কোটি টাকা হওয়া উচিত বলে মনে করছেন বাংলাদেশ অর্থনীতির সমিতির সাবেক সভাপতি অর্থনীতিবিদ ড. আবুল বারকাত।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতির সমিতির (বিইএ) অডিটোরিয়ামে ‘মুক্তিযুদ্ধের চেতনার বিনির্মাণে বিইএ ২০১৫-১৬ অর্থবছরের প্রাক-বাজেট প্রস্তাবনা’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান ড. আবুল বারকাত এমন্তব্য করেন।
বাংলাদেশ অর্থনীতির সমিতির সাবেক সভাপতি ড. আবুল বারকাত এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিইএ ‘মুক্তিযুদ্ধের চেতনার বিনির্মাণে ২০১৫-১৬ অর্থবছরের প্রাক-বাজেট প্রস্তাবনা’ পাঠ করেন সংজঠনের সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন।
বক্তরা জানান, এই প্রথম বিকল্প বাজেট প্রস্তাব করেছে বিইএ। এ বাজেটের প্রধান বিষয় রাষ্ট্রীয়, সক্ষমতা, ব্যক্তগিত মালিকানা। বৈষম্যহীন সমাজ রাষ্ট্র, অসাম্প্রদায়িকতা বিইএ’র প্রধান লক্ষ্য। কাঠামোগত রূপান্তরও চায় বিইএ।