ব্রাসেলস : বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) বেলজিয়াম শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ আয়োজন করা হয়। বেলজিয়াম বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজা মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবুর পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
সভায় বক্তারা বলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলার রুপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আজ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র মুক্তির আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।