চাঁপাইনবাবগঞ্জে ৭৪০ বোতল ফেনডিসিলসহ আটক ৪

yeaba_areast_869633988চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগলা এলাকা থেকে প্রাইভেটকারে করে ফেনসিডিল পাচারকালে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বোরবার (৩১ মে) সকাল ৭টার দিকে গাড়িসহ তাদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার আবু বাক্কারের ছেলে শহিদুল ইসলাম (৪০), আলিনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫), বেলেপুকুর এলাকার এন্তাজ আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৬) এবং শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি গ্রামের মৃত খাইরুলের ছেলে রাইহান আলী (২০)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, সকালে চোরাকারবারীদের একটি দল প্রাইভেটকারে করে ফেনসিডিল ভারতীয় সীমান্ত থেকে এনে পাচারের খবরের ভিত্তিতে নয়াগোলায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল।

এ সময় প্রাইভেটকারটি আটক করে এতে তল্লাশি করে ৭৪০ বোতল ফেনসিডিলসহ জব্দ ও ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.