মাগুরায় ১২শ’ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

JessoreFencidel_701332097যশোর: ১২শ’ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-ছয় যশোর ক্যাম্পের সদস্যরা।

রোববার (৩১ মে) দুপুরে মাগুরার শালিখা উপজেলা থেকে ফেনসিডিলের এ চালানটি আটক করা হলেও সোমবার (১ জুন) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব বিষয়টি নিশ্চিত করে।

র‌্যাব-ছয় যশোর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রোববার দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের শালিখা উপজেলার শতখালী সিঙ্গেশ্বর এলাকায় অভিযান চালায়। এসময় তারা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে তা অমান্য করে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। র‌্যাব এসময় গাড়িটির পিছু নিলে চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারের ভেতরে তল্লাশি চালিয়ে ১২শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের করে জব্দ করা গাড়ি ও ফেনসিডিল শালিখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। মামলায় ঢাকার ইস্কাটন এলাকার স্বপনকে আসামি করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.